সাজেক দুর্ঘটনায় নিহত ৭
শ্রমিকের পরিবারের শোকের ছায়া
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ময়মনসিংহ ব্যুরো
রাঙামাটির সাজেকে সড়ক দুর্ঘটনায় নিহত ৯ শ্রমিকের মধ্যে ৭ জনের বাড়ি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ও গৌরীপুর উপজেলায়। এ ঘটনায় মরদেহের অপেক্ষায় নিহতদের পরিবারে আহাজারি সৃষ্টি হয়েছে। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে।
নিহতরা হলেন- ময়মনসিংহের ইশ্বরগঞ্জের তারুন্দিয়া ইউনিয়নের শ্রীপুরজিথর গ্রামের চাঁন মিয়ার ছেলে তোফাজ্জল হোসেন বাবুল (২০), নজরুল ইসলামের ছেলে আবুল মোহন (১৮), হেলাল উদ্দিনের ছেলে নয়ন (২৯), একই ইউনিয়নের গিরিধরপুর গ্রামের শহিদুল্লাহর ছেলে শাহ আলম (২৮), এছাড়া উপজেলার বড়তি ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের রিয়াসাদ আলীর ছেলে এরশাদুল (৩০) এবং গৌরীপুর উপজেলার মইলাকান্দা এলাকার আব্দুল জব্বারের ছেলে তপু হাসান (১৭) ও সাগর (২০)।
এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন ময়মনসিংহের গোরীপুর উপজেলার নিহত তপু হাসানের ভাই জাহিদ হাসান (২৪), ময়মনসিংহের ইশ্বরগঞ্জের আবুল হাশেমের ছেলে মো. লালন (২৭) ও মকবুল হোসেনের ছেলে মোবারক হোসেন (৩২)।
নিহতদের পরিবার সূত্র জানায়, তারা সবাই শ্রমিক হিসেবে খাগড়াছড়ি এলাকার সীমান্ত সড়কের কাজ করতে মালামাল নিয়ে ট্রাকযোগে স্থানীয় উদয়পুর নামকস্থানে যাচ্ছিল।