সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজীকে শোকজ করা হয়েছে। প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর অভিযোগের ভিত্তিতে গতকাল সকালে তাকে শোকজ করা হয়। জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে আগামী ৩ দিনের মধ্যে তাকে শোকজের জবাব দিতে বলা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী খলিলুর রহমান সিরাজী (আনারস) তার কর্মী সমর্থকদের দিয়ে আচরণ বিধি লঙ্ঘন করে অপর দুই প্রতিদ্বন্ধি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আবুল কালাম আজাদ (দোয়াত কলম) ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আশরাফুল আলমের (ঘোড়া) নির্বাচনি প্রচারণায় বাধা প্রদান ও তাদের কর্মী-সমর্থকদের বিভিন্ন ভাবে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করছেন, যার ভিডিও ফুটেজসহ নির্বাচন অফিসে অভিযোগ করা হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরিও করেছেন তারা, যা উপজেলা পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৩, ১৮ ও ৩১ এর পরিপন্থি।