ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

দেশ ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে : মির্জা আব্বাস

দেশ ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে : মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, এখন দেশে ঋতু নেই। এখনকার মানুষজনও বলতে পারে না বাংলাদেশে কয়টি ঋতু। দেশটি পরিকল্পিতভাবে ধীরে ধীরে মরুকরণের দিকে যাচ্ছে।

গতকাল বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তীব্র গরমে মানুষের মাঝে বোতলজাত পানি, স্যালাইন ও হিটস্ট্রোক থেকে বাঁচতে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)।

মির্জা আব্বাস বলেন, আজ ফারাক্কায় পানি নেই। পদ্মা, যমুনা ও তিস্তায় পানি নেই। ১ হাজার ১০০’র বেশি নদী ছিল বাংলাদেশে। কিন্তু ৩০০’র মতো নদী নিখোঁজ হয়ে গেছে। এই হলো দেশের অবস্থা। অন্যদিকে ঢাকা শহর ইট-কাঠ-পাথরে ভরে দেওয়া হয়েছে। গাছ দেখা যায় না।

ঢাকার চারপাশের জলাশয়গুলো ভরাট হয়ে গেছে বলে অভিযোগ করে সাবেক এই মন্ত্রী বলেন, ভূমিদস্যুরা তা ভরাট ও দখল করেছে। ভূমি দস্যুদের সঙ্গে সরকারের তলে-তলে যোগাযোগ আছে। রাজধানীকে কৃত্রিম মরুভূমি বানানো হয়েছে। এই গরমের জন্য সরকারই দায়ী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত