কলেজছাত্র শাওন হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নোয়খালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগের সেবারহাটে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র মাজাহারুল ইসলাম শাওন হত্যা মামলার প্রধান আসামিসহ জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে নিহতের পরিবারের স্বজন সহপাঠী ও এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে। গতকাল বিকালে সেনবাগ উপজেলার সেবরাহাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়।

মানবববন্ধনে অংশগ্রহণকারীর বলেন, গত ১৮ এপ্রিল রাত ৮টার সময় সেবারহাট বাজারে বৈশাখি মেলা বসানোকে কেন্দ্র করে কিশোর গ্যাং সদস্যদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গ্যাং লিডার সোহান রাব্বির নেতৃত্বে আরাফাত, নকীব, আরিফ, আরমান, নুশাদ, সৈকত শামীমের নেতৃত্বে একদল অস্ত্রধারী কিশোর গ্যাং কলেজছাত্র শাওনকে পিঠিয়ে ও শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে খুন করে। এ ঘটনায় আরো একজন গুরুতর আহত হয়। ঘটনার পরই পুলিশ হত্যাকারীকে দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে ১০ দিন পেরিয়ে গেলেও কিশোর গ্যাং লিডারসহ হত্যা মামলায় জড়িত প্রধান আসামিসহ অন্যদের গ্রেপ্তার করতে পারেনি। তারা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এ চাঞ্চল্যকর হত্যা মামলার সব আসামিদে গ্রেপ্তারের দাবি জানান। আর তা না হলে তারা কঠিন আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেবেন। মানববন্ধন শেষে সেবারাহাট বাজারে বিক্ষোভ মিছিল বের করে এবং মিছিল শেষে তারা ফেনী-নোয়াখালী সড়কে অবস্থান নেয়।