রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদ্বোধন

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  রংপুর ব্যুরো

রংপুরে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদযাপন উপলক্ষ্যে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট (রপই) আয়োজিত বর্ণাঢ্য র‌্যালী ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে এই সপ্তাহের শুরুতে র‌্যালীর উদ্বোধন করেন মহিলা সংসদ সদস্য মোছা: নাসিমা জামান ববি। র‌্যালীটি নগরীর বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে রপই ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার গুরুত্ব ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রপই হলরুমে অভিভাবক সম্মেলনের আয়োজন করা হয়। রপই অধ্যক্ষ প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রপই উপাধ্যক্ষ প্রকৌশলী মো: তাজুল ইসলাম, রপই ননটেক চীফ ইনস্ট্রাক্টর সাহিদা বিনতে বারী, শিক্ষক সমিতির সভাপতি প্রকৌশলী আসাদুজ্জামান সরকার, সিভিল ননটেক ইনস্ট্রাক্টর ইউসুফ আলী, বাংলা বিভাগের ইনস্ট্রাক্টর মহাদেব কুমার গুন, ননটেকচীফ ইনস্ট্রাক্টর জেয়াউল হক প্রমুখ।