ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

অতিরিক্ত পুলিশ মোতায়েন

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর

সিরাজগঞ্জে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর অফিস ভাঙচুর

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর ও কর্মী সমর্থকদের উপর হামলা করেছে প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমর্থকরা। এতে কমপক্ষে ৯ জন আহত হয়েছে। তাদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ নিয়ে উভয়গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রথম ধাপে ওই উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম (দোয়াত কলম) ও প্রতিপক্ষ চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের (মোটরসাইকেল) বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে গত রোববার রাতে ওই উপজেলার আজগড়া জামতৈল এলাকায় দোয়াত কলম প্রতীক প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর ও কর্মী সমর্থকদের উপর হামলা চালায় মোটরসাইকেল প্রতীক প্রার্থীর কর্মী সমর্থকরা। এ সময় তারা অফিসের চেয়ার-টেবিল ভাঙচুর ও পোস্টার ছিঁড়ে ফেলে ও হামলার ঘটনা ঘটে। এতে ওই ৯ জনসহ কমবেশি আহত হয়েছে। এ নিয়ে এলাকায় উভয়গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সেখানে সংঘর্ষের আশঙ্কায় অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত