ঈদগাঁও উপজেলার পাঁচ ইউপি নির্বাচন

ঈদগাঁওতে সোহেল, ইসলামাবাদে রাজ্জাক, ইসলামপুরে দেলোয়ার, জালালাবাদে জনি ও পোকখালীতে রফিক জয়ী

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার পাঁচ ইউনিয়ন পরিষদ (ইউপি) ইসলামপুর, ঈদগাঁও, ইসলামাবাদ, পোকখালী ও জালালাবাদের প্রথম ভোটগ্রহণ অবাধ ও সুষ্ঠু পরিবেশে সম্পন্ন হয়েছে। গত রোববার সকাল ৮টা হতে উৎসবমুখর পরিবেশে ইতিহাসের অংশ হওয়া ভোটগ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকাল ৪টায়। এরপর গণনা শেষে রাত ১২টা নাগাদ বেসরকারি ফলাফল তৈরি হয় বলে জানান ঈদগাঁও উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর। এতে বেসরকারিভাবে ঈদগাঁও সদর ইউপিতে নির্বাচিত হয়েছেন আনারস প্রতীকের সোহেল জাহান চৌধুরী (প্রাপ্ত ভোট ৭ হাজার ৮৭০)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলম (মোটরসাইকেল) পেয়েছেন ৭ হাজার ৫৫৭ ভোট। ইসলামপুরে জয় পেয়েছেন আনারস প্রতীকের দেলোয়ার হোসেন (প্রাপ্ত ভোট-৪২১৫)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের মোহাম্মদ শরীফ পেয়েছেন ৩ হাজার ২১৫ ভোট। জালালাবাদ ইউনিয়নে রজনীগন্ধা প্রতীকে জয় পেয়েছেন উপজেলা বিএনপির বহিস্কৃত সাধারণ সম্পাদক আলমগীর তাজ জনি (প্রাপ্ত ভোট ৪ হাজার ৯৩১)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্যাক্সি প্রতীকের ফখরু উদ্দীন পেয়েছেন ১ হাজার ৬৬৮ ভোট। ইসলামাবাদ ইউনিয়নে আনারস প্রতীক নিয়ে জয় পেয়েছেন সাবেক মেম্বার আব্দুর রাজ্জাক (প্রাপ্ত ভোট-৪ হাজার ৭৪৯)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঘোড়া প্রতীকের নুরুল হক পেয়েছেন ৩ হাজার ১৭২ ভোট। পোকখালী ইউনিয়নে ঢোল প্রতীক নিয়ে জয় পেয়েছেন বর্তমান চেয়ারম্যান রফিক আহমদ (প্রাপ্ত ভোট-৩২৪৪)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিটার প্রতীকের সাইফ উদ্দিন পেয়েছেন ৩১৬৮ ভোট। কক্সবাজারের নবম উপজেলা পরিষদ হিসেবে প্রতিষ্ঠার তিনবছরের মাথায় ঈদগাঁও’র পাঁচ ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রথম সাধারণ নির্বাচন সম্পন্ন হয়।