ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কুমিল্লায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লায় কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত

‘একটাই লক্ষ্য- হতে হবে দক্ষ, স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় ইনস্টিটিউট মিলনায়তনে এ সেমিনারে ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্য রাখেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব ফাতেমা জাহান। ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. লুৎফর রহমানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কম্পিউটার টেকনোলজি বিভাগের চিফ ইন্সট্রাক্টর প্রকৌশলী মাহাবুব আলম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কারিগরি শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক কাজী ফারুক আহমেদ, কুমিল্লা সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজিয়া সুলতানা, উচ্চ মাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, আইইবি কুমিল্লা কেন্দ্রের সাধারণ সম্পাদক প্রকৌশলী রহমত উল্লাহ, সাবেক অধ্যক্ষ নজির আহমেদ, প্রকৌশলী আমিরুল ইসলাম চৌধুরী প্রমুখ। সেমিনার সঞ্চালনায় ছিলেন ইনস্টিটিউটের সাবেক চিফ ইন্সট্রাক্টর বিমল কুমার চন্দ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত