সিরাজগঞ্জের বেলকুচি থানায় ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি ও সরকারি কাজে বাধা দেয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান পদপ্রার্থীর ১০ কর্মী-সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। বেলকুচি থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে গত বুধবার রাতে প্রচারণা চালানোর একপর্যায়ে চালা সাত রাস্তার মোড়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকির (মোটরসাইকেল) ও আমিনুল ইসলাম সরকারের (দোয়াত কলম) কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযোগ দিতে ওই দিন গভীর রাতে চেয়ারম্যান প্রার্থী বদি ফকির থানায় আসেন। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী আমিনুলের কর্মী-সমর্থকরাও থানার ভেতরে ঢুকে বিশৃঙ্খলার সৃষ্টি করে এবং সরকারি কাজে বাধার সৃষ্টি হয়। পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের নির্দেশনায় ওই রাতেই ডিবি পুলিশ থানায় আসে এবং পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর অভিযান চালিয়ে আমিনুল গ্রুপের ১০ কর্মী সমর্থককে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এলাকার বিভিন্ন পুলিশ মোতায়েন ও টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, ওই উপজেলায় চেয়ারম্যান পদে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ভাইস চেয়ারম্যান তিনজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আগামী ৮ মে প্রথম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।