‘জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন ও জলাধার রক্ষার বিকল্প নেই’

প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  নিজস্ব প্রতিবেদক

তাপপ্রবাহ, পরিবেশ ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবিলায় সবুজায়ন বৃদ্ধি, খোলা স্থান ও জলাধার রক্ষার কোনও বিকল্প নেই বলে মনে করেন দেশের বিশিষ্টজনরা। একইসঙ্গে দেশের তাপপ্রবাহ মোকাবিলায় নীতিনির্ধারণী পর্যায়ে বিভিন্ন অংশীজনের সমন্বয়ে দীর্ঘমেয়াদি প্রতিরোধে পরিকল্পনা তৈরি করা জরুরি বলেও মনে করেন তারা। গতকাল শনিবার দেশের সম্পাদকদের শীর্ষ সংগঠন এডিটরস গিল্ডের ‘তাপপ্রবাহ-পরিবেশ-জলবায়ুর চ্যালেঞ্জ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তারা। আলোচনা সভায় বক্তারা বলেন, আমাদের পরিকল্পনাহীন নগরায়নের কারণে শহর যেমন বসবাস অনুপোযোগী হয়ে উঠছে, অনুরূপ গ্রামগুলোও শহরকে অনুকরণ করতে গিয়ে অপরিকল্পিত হয়ে উঠছে। একটি সুস্থ বাসযোগ্য শহরে যেসব উপাদান থাকা প্রয়োজন তা এখনও শহরের মানুষ ও নগর কর্তৃপক্ষ অনুধাবন করতে বিলম্ব করছেন। নগরের ভবন নির্মাণের ক্ষেত্রে তাপমাত্রার বিষয়টি খেয়াল রাখা হয় না জানিয়ে তারা বলেন, একটি ভবন নির্মাণ করা হচ্ছে, পুরোটা কাচ দিয়ে ঢাকা। কাচগুলোও তাপ শোষণে উপযোগী না, কেবল সৌন্দর্য বর্ধনশীল সাধারণ কাচ। এগুলো একদিকে সূর্যের তাপকে প্রতিফলিত করে বাহিরের তাপ বাড়াচ্ছে, আবার ভেতরে কোনও বাতাস চলাচলের সুযোগ রাখছে না। এতে শীততাপ নিয়ন্ত্রিত করা হচ্ছে ভবনগুলো, যা বাহিরে আরও তাপের সৃষ্টি করে। অর্থাৎ ভবনগুলো পরিবেশে দ্বিগুণ তাপের সৃষ্টি করছে।