ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হামলার ঘটনায় শোকজ

সিরাজগঞ্জে থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হামলার ঘটনায় শোকজ

সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় ঢুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ওপর হামলার অভিযোগে অপর প্রার্থী আমিনুল ইসলাম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নোটিশে আগামী ২ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়। গত শুক্রবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে যেকোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ও তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তির সমান অধিকার থাকবে। সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশি শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। কিন্তু আমিনুল ইসলাম সরকারের পক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি প্রভাব বিস্তার করছেন মর্মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।

এছাড়া গত পহেলা মে আমিনুল ইসলাম বেলকুচি থানার ভেতরে ঢুকে অপর চেয়ারম্যান প্রার্থী মো. বদিউজ্জামান ফকিরের ওপর আক্রমণ করেন। এ বিষয়ে বদিউজ্জামান ফকির লিখিত অভিযোগ দিয়েছেন। এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘিত। এ আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না তা ২ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য নোটিশে বলা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত