সিরাজগঞ্জে থানায় ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হামলার ঘটনায় শোকজ
প্রকাশ : ০৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচিতে থানায় ঢুকে উপজেলা চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের ওপর হামলার অভিযোগে অপর প্রার্থী আমিনুল ইসলাম সরকারকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। নোটিশে আগামী ২ দিনের মধ্যে লিখিত জবাব দেয়ার জন্য বলা হয়। গত শুক্রবার রাতে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মো. শহিদুল ইসলাম এ নোটিশ দেন। নোটিশে বলা হয়েছে, উপজেলা পরিষদ নির্বাচনের বিধিমালা অনুযায়ী, নির্বাচনি প্রচারণার ক্ষেত্রে যেকোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল বা মনোনীত প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী ও তাহাদের পক্ষে অন্য কোনো ব্যক্তির সমান অধিকার থাকবে। সরকারি সুবিধাভোগী গুরুত্বপূর্ণ ব্যক্তি ও কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচন-পূর্ব সময়ে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে না। প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা তার পক্ষে অর্থ, অস্ত্র ও পেশি শক্তি কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা যাবে না। কিন্তু আমিনুল ইসলাম সরকারের পক্ষে সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনের এমপি প্রভাব বিস্তার করছেন মর্মে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।
এছাড়া গত পহেলা মে আমিনুল ইসলাম বেলকুচি থানার ভেতরে ঢুকে অপর চেয়ারম্যান প্রার্থী মো. বদিউজ্জামান ফকিরের ওপর আক্রমণ করেন। এ বিষয়ে বদিউজ্জামান ফকির লিখিত অভিযোগ দিয়েছেন। এসব কর্মকাণ্ড উপজেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা লঙ্ঘিত। এ আচরণবিধি লঙ্ঘনের কারণে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে না তা ২ দিনের মধ্যে লিখিতভাবে জবাব দাখিল করার জন্য নোটিশে বলা হয়েছে।