পায়রা বন্দর সমুদ্র থেকে গোপালগঞ্জ ও খুলনায় গ্যাস লাইন স্থাপন মতবিনিময় সভা

প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  গোপালগঞ্জ প্রতিনিধি

পায়রা বন্দরের গভীর সমুদ্রে সাবসি পাইপ লাইনসহ এফএসআরইউ স্থাপন এবং পায়রা বরিশাল খুলনা অনশোর পাইপলাইন নির্মাণ প্রকল্পের পরিবেশগত ও আর্থসামাজিক প্রভাব নিরূপণবিষয়ক মতবিনিময় সভা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছে।

গতকাল গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের উদ্যোগে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম।

গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মো: গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মুন্সী মো: আতিয়ার রহমান, জেলা আওয়ামী লগের সভাপতি মাহবুব আলী খান ও সাধারণ সম্পাদক জি. এম শাহাবুদ্দিন আজম বক্তব্য দেন।

অনুষ্ঠানে সমীক্ষার মূল বিষয়াবলী উপস্থাপন করেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসের সিনিয়র স্পেশালিস্ট মো: মোক্তারুজ্জামান।

সভায় পায়রা গভীর সমুদ্র থেকে পাইপ লাইনের মাধ্যমে গোপালগঞ্জ হয়ে খুলনা পর্যন্ত গ্যাস সরবরাহের সার্বিক বিষয় নিয়ে আলোচনা করা হয়।