যশোরে ভোক্তা অধিকার
চার প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা
প্রকাশ : ০৬ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
যশোর প্রতিনিধি
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয় অনিয়মের অভিযোগে অভিযান চালিয়ে চারটি প্রতিষ্ঠানের কাছ থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে। অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদনের অভিযোগে খাবার হোটেল সাতক্ষীরা প্লাসকে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ২৫ হাজার টাকা, একই অপরাধে প্যারাডাইস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং ফিরিজিয়ান স্যাম্পল বিক্রির অভিযোগে মেডিসিন কর্নারকে ভোক্তা অধিকার আইনের ৩৭ ধারায় ১৫ হাজার টাকা একই অপরাধে শাহ ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়। গতকাল অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক সৈয়দা তামান্না তাসনীম। অভিযানে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন ক্যাব সদস্য আব্দুর রকিব সরদার ও জেলা পুলিশের একটি টিম।