চাঁদপুর জেলাধীন উপজেলা কচুয়া ও মতলব উপজেলার সীমান্তবর্তী স্থান থেকে পুলিশ ১৪ কেজি গাঁজাসহ আলমগীর হোসেন (৪৫) নামে মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। এ সময় হাবীব ও ইমান আলী নামে আরো দুই কারবারি পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি আলমগীর হোসেনকে গতকাল আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গত রোববার রাতে উপজেলার কচুয়া-কাশিমপুর নামক স্থানের গোলবাহার চৌরাস্তায় ব্রিজের ওপর থেকে অটোরিকশা ও গাঁজাসহ আলমগীর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমগীর কচুয়া পৌরসভার মাছিমপুর গ্রামের মৃত হোসেন আহম্মেদের ছেলে। বর্তমানে তিনি করইশ গ্রামে শ্বশুরবাড়িতে থাকেন।
পালিয়ে যাওয়া ব্যক্তিরা হচ্ছে- করইশ গ্রামের সফি উল্লাহর ছেলে ইমান আলী (৩৫) ও হোসেন মিয়ার ছেলে মো. হাবিব (৪০)।
চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন তথ্যের ভিত্তিতে কচুয়া থানার পুলিশ উপ-পরিদর্শক এনামুল হক ও সহকারী উপ-পরিদর্শক মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে কচুয়া-কাশিমপুর সড়কের গোলবাহার চৌরাস্তার ব্রিজের ওপর অভিযান চালান। এ সময় ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ১৪ কেজি গাঁজাসহ আলমগীরকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় আরো দুই আসামি পালিয়ে যায়।
এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার হওয়া আলমগীরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে চাঁদপুর আদালতে পাঠানো হয়। এ ঘটনায় একটি অটোরিকশা জব্দ করা হয়।