কাল থেকে ঢাবিতে সশরীরে ক্লাস ও পরীক্ষা চলবে
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
ঢাবি প্রতিনিধি
গ্রীষ্মের তাপপ্রবাহের প্রতিকূল আবহাওয়া বিবেচনায় ঢাকা বিশ্ববিদ্যালয় অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত নেয়। গত দুই সপ্তাহ ধরে ক্লাস চলছে অনলাইনে। রবিবার রাতে বৃষ্টির পর আবহাওয়া অনেকটাই স্বাভাবিক। পরিস্থিতি বিবেচনায় আগামীকাল থেকে সব ক্লাস ও পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গতকাল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশের ওপর দিয়ে চলমান তীব্র তাপদাহ সহনশীল পর্যায়ে আসায় আগামীকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষাগুলো যথারীতি সশরীরে অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল গতকাল এই সিদ্ধান্ত অনুমোদন করেন।