সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচন
দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই চেয়ারম্যান প্রার্থীকে শোকজ করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গতকাল সকালে এ শোকজ নোটিশ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম। নোটিশপ্রাপ্ত প্রার্থীরা হলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন (আনারস) ও মোঃ রাশেদ ইউসুফ (দোয়াত কলম)। ওই নির্বাচন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মোহাম্মদ রিয়াজ উদ্দিনকে ১২ ঘণ্টা এবং রাশেদ ইউসুফকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। নোটিশে বলা হয়েছে- দোয়াত-কলম প্রতীকের প্রার্থী রাশেদ ইউসুফ আচরণবিধি লঙ্ঘন করে কর্মী-সমর্থক দিয়ে নির্বাচনি প্রচারণায় বাধা সৃষ্টি ও ভয়ভীতি প্রদর্শনের লিখিত অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিন। তার অভিযোগের ঘটনায় উপজেলা পরিষদ নির্বাচন আচরণ লঙ্ঘিত। এ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাশেদ ইউসুফের বিরুদ্ধে কেন ব্যবস্থাগ্রহণ করা হবে না- আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে। এদিকে অপর প্রার্থী মোহাম্মদ রিয়াজ উদ্দিনের প্রভাবশালী এক সমর্থক শহরের মাহমুদপুর এলাকায় ভোটারদের মধ্যে টাকা বিতরণ করেছেন মর্মে- লিখিত অভিযোগ করেন প্রার্থী রাশেদ ইউসুফ। এছাড়া রোববার রাতে সদর এলাকার কাদাই গার্ডেন প্যালেস রিসোর্টে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে গোপন বৈঠক করে অর্থ লেনদেনের চেষ্টা করেছেন মর্মে অভিযোগ পাওয়া গেছে। এমন কর্মকাণ্ড উপজেলা পরিষদ নির্বাচন আচরণ লঙ্ঘিত। এ আচরণ বিধি লঙ্ঘনের কারণে প্রার্থীর বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না, তা জানতে আগামী ১২ ঘণ্টার মধ্যে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত ও মৌখিকভাবে জবাব দিতে বলা হয়েছে। উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামীকাল সিরাজগঞ্জ সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।