ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

আশুলিয়ায় বৃদ্ধার জমি দখলে নিতে সীমানা প্রচীর ভাঙচুর

আশুলিয়ায় বৃদ্ধার জমি দখলে নিতে সীমানা প্রচীর ভাঙচুর

ঢাকার আশুলিয়ায় আয়েশা বেগম (৬০) নামের এক বৃদ্ধার জমি দখলে নিতে সীমানা প্রচীর ভাঙচুর ও গাছ কর্তনসহ ইট লুটের অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে। এ ঘটনায় ওই বৃদ্ধা ও তার মেয়ে আশুলিয়া থানায় বিভিন্ন সময়ে একাধিক লিখিত অভিযোগ ও জিডি দায়ের করেছেন। গত মঙ্গলবার সকালে আশুলিয়ার বেরন এলাকার বৃদ্ধা আয়েশা বেগমের বাড়িতে এ ঘটনা ঘটে। এর আগে সোমবার আশুলিয়া থানায় ওই প্রভাবশালীর বিরুদ্ধে একটি জিডি দায়ের করা হয়। ভুক্তভোগী ওই বৃদ্ধা আশুলিয়ার বেরন এলাকার আব্দুর রব সরকারের স্ত্রী আয়েশা বেগম (৬০)। অভিযুক্ত হচ্ছেন আশুলিয়ার গোরাট এলাকার জামাল সরকারের ছেলে সোহরাব সরকার (৪৫)। তিনি আশুলিয়া থানাধীন ইয়ারপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এর আগে তিনি আশুলিয়া থানা শ্রমিক দলের যুববিষয়ক সম্পাদক ছিলেন। ভুক্তভোগীর মেয়ে শাহনাজ সরকার জানান, দীর্ঘ প্রায় ৩০ বছর আগে বেরন সাকিনস্থ দিয়াখালী মৌজায় তার নানী ৩৩ শতাংশ জমি ক্রয় করে ঘরবাড়ি নির্মাণ করে শান্তিপূর্ণভাবে বসবাস করতে থাকেন। তাদের বাড়ির পাশেই একটা হিন্দু বাড়িসহ ৪ শতক জমি ক্রয় করেন সোহরাব সরকার। কিন্তু ওই বাড়ি থেকে বের হওয়ার মতো নিজস্ব কোনো রাস্তা না থাকায় তাদের বাড়ির ওপর নজর পড়ে তার। বিভিন্নভাবে তাদের জমি দখলে নিতে পাঁয়তারা শুরু করেন সোহরাব সরকার। এরই ধারাবাহিকতায় গেল ২ এপ্রিল জোরপূর্বক তাদের বাড়ির সীমানা প্রচীর ভাঙচুর করে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী। এরপর বিবাদী সোহরাব সরকার আরো ক্ষিপ্ত হয়ে তাদের সম্পত্তি, ঘরবাড়ি অবৈধভাবে দখলে নিতে ১৫ এপ্রিল সকালে পুনরায় সেসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জন লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত