রবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

প্রকাশ : ১১ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সি ইউনিটের (বাণিজ্য বিভাগের) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষার মধ্য দিয়ে শেষ হলো রবির জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষা। রবির তত্ত্বাবধানে শাহজাদপুর শহরের ইব্রাহিম পাইলট বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে গতকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সি ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় ৬১১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উপস্থিতির হার ৮৮ দশমিক ৫৫ শতাংশ। ভর্তি পরীক্ষা নির্বিঘ্নে গ্রহণ ও সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে রবির উপাচার্য স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, হাইওয়ে পুলিশ ও স্বাস্থ্যসেবা- সংক্রান্ত কর্তৃপক্ষের সঙ্গে কয়েক দফা বৈঠক করেন। এক বার্তায় রবির উপাচার্য (ভিসি) শাহ্ আজম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।