সিরাজগঞ্জে নির্বাচনের আগে বৈঠক শিক্ষক নেতা বরখাস্ত

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের আগে প্রিজাইডিং অফিসারদের নিয়ে বৈঠক করার অভিযোগে গ্রেপ্তার হওয়ায় শিক্ষক নেতা আমিনুর ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ স্বাক্ষরিত এক চিঠিতে তাকে সাময়িক বরখাস্তের আদেশ দেয়া হয়। ওই শিক্ষক একই এলাকার শিয়ালকোল সরকারি প্রাথমিক স্কুলের সহকারী শিক্ষক ও জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি। এ অফিস আদেশে বলা হয়েছে, ওই স্কুলের ওই সহকারী শিক্ষকের বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার বাদী হয়ে সংশ্লিষ্ট থানায় মামলা করেছেন। ওই মামলায় তিনি গ্রেপ্তার হয়। এ অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে তাকে ৬ মে থেকে সাময়িক বরখাস্ত করা হলো। উল্লেখ্য, গত ৫ মে রাতে একই এলাকার একটি পার্কে কয়েকজন তালিকাভুক্ত প্রিজাইডিং অফিসার গোপন বৈঠক করছেন। এমন খবরে ঘটনাস্থলে জেলা প্রশাসন, পুলিশ ও নির্বাচন অফিস যৌথ অভিযান চালায়। তবে ওই দিন ঘটনাস্থলে কাউকে না পাওয়া গেলেও সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে আনা হয়। পরদিন ৬ মে ৫ প্রিজাইডিং কর্মকর্তাসহ বৈঠকের ওই শিক্ষক গ্রেপ্তারের পর রাতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ ব্যপারে ওই রিটানিং কর্মকর্তা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন।