ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে কাঠ পুড়ে ইট তৈরির অভিযোগে মালিককে জরিমানা

সিরাজগঞ্জে কাঠ পুড়ে ইট তৈরির অভিযোগে মালিককে জরিমানা

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও কাঠ পুড়িয়ে ইট তৈরি করায় ইটভাটা মালিককে অর্ধলাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিল পারভেজ। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই উপজেলার মেসার্স মেঘনা ব্রিকসের মালিক রফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে অনুমতি ছাড়া মাটি ব্যবহার ও কয়লার বদলে কাঠ পুড়িয়ে ইট তৈরি করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার বিকালে তার ইটভাটায় অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন অনুযায়ী তাকে উল্লেখিত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল গফুর ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত