ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

এলাকায় উত্তেজনা গ্রেপ্তার তিন

সিরাজগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু

সিরাজগঞ্জে নির্বাচন-পরবর্তী সহিংসতায় একজনের মৃত্যু

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার নির্বাচন-পরবর্তী সহিংসতায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের আহত চাচা আব্দুল আলিম (৪৫) মারা গেছেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতলে নেয়ার পথে গত রোববার রাতে তার মৃত্যু হয়। তিনি ওই উপজেলার কামারপাড়া গ্রামের মৃত হায়দার আলীর ছেলে। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা হলো- ওই গ্রামের চাঁন মিয়া (৬০), তার ছেলে রাসেল (২২) ও বড়ভাই আবুল হোসেন (৬৫)। বেলকুচি থানার ওসি আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, ওই উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল আলিম চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের (মোটরসাইকেল) সমর্থক ও কর্মী ছিলেন। গত বুধবার প্রথম নির্বাচনে আমিনুল ইসলাম সরকার (দোয়াত কলম) বিজয়ী হন। এ বিজয়ের পর তার কর্মী-সমর্থকরা আব্দুল আলীমের ওপর হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা তাকে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখান থেকে গত রোববার রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ব্যাপারে আলমগীর হোসেন বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করেন। এরই মধ্যে পুলিশ এ মামলার তিনজনকে গ্রেপ্তার করেছে এবং অন্যদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এদিকে তার মৃত্যুর ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েনসহ টহল জোরদার করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত