উল্লাপাড়ায় চার মাদ্রাসায় শূন্য পাস

শাস্তির আওতায় আসছে সুপার ও শিক্ষক

প্রকাশ : ১৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চার মাদ্রাসায় একজন পরীক্ষার্থীও পাস করেনি। এ নিয়ে এলাকায় ক্ষোভ ও নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত রোববার মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল (এসএসসি সমমান) পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। এ ফলাফলে ওই উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বগুড়া দাখিল মাদ্রাসা, এলংজানী দাখিল মাদ্রাসা, বড় কোয়ালিবেড় দাখিল মাদ্রাসা ও হাজী আহমেদ আলী দাখিল মাদ্রাসার কোনো পরীক্ষার্থী পাস করতে পারেনি। এসব মাদ্রাসা থেকে ৫৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এছাড়া ওই উপজেলার আরো তিনটি মাদ্রাসা থেকে একজন করে শিক্ষার্থী পাস করেছে। এ বিষয়ে মাদ্রাসাগুলোর কর্তৃপক্ষ সাংবাদিকদের জানান, প্রতিষ্ঠানগুলো প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত। দাখিল পরীক্ষার্থীরা বছরের বেশিরভাগ দিনই ক্লাসে অনুপস্থিত ছিল। এদের অভিভাবকদের একাধিকবার অবহিত করেও কাজ হয়নি। এখন সবাই ফেল করে মাদ্রাসার দুর্নামের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেছেন, শতভাগ ফেল করা এসব প্রতিষ্ঠানের সুপারদের কারণ দর্শানো হবে। ফেল করার বিষয়ে শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর প্রতিবেদন পাঠানো হবে। উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা আলোকিত বাংলাদেশকে বলেন, এ বিষয়ে এখনো অবগত করা হয়নি।