ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

মামলার তদন্তে ডিবি পুলিশ

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহতের মামলার আসামি রিমান্ডে

বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহতের মামলার আসামি রিমান্ডে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুবর্ণসাড়া গ্রামে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে শ্রমিক ফজলু শেখ (৪৫) নিহত হওয়ার মামলার আসামি আবু তালেবের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সে ওই গ্রামের মজিবর রহমানের ছেলে। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক এ কে এম শাহরিয়ার শহীদ বাপ্পী এ রিমান্ড মঞ্জুর করেন। ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মোতালেব স্থানীয় এমপির সমর্থক বলে পরিচিত রয়েছে। তার বিরুদ্ধে উপজেলা নির্বাচনের আগে থানা চত্বরে বিশৃঙ্খলা ও হামলার অভিযোগে মামলা রয়েছে। সে জাতীয় সংসদ নির্বাচনের আগে সংগঠিত বোমা বিস্ফোরণ ও একজনের নিহতের ঘটনায় দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি। এ ঘটনায় গত শনিবার বিকেলে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। ওই দিন তার বিরুদ্ধে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয় এবং রোববার শুনানির দিন ধার্য করেন। এ শুনানি শেষে বিজ্ঞ বিচারক তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর ওই গ্রামের বাসিন্দা এমপি প্রার্থী আব্দুল মমিন মন্ডলের আস্থাভাজন শ্রমিক লীগ নেতা মোতালেবের বাড়িতে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণে নিহত হয় তাঁত শ্রমিক ফজলু শেখ। সে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া গ্রামের তোফাজ্জলের ছেলে। এ ব্যাপারে নিহতের ভাই বাদী হয়ে মোতালেব সরকারকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এ মামলার তদন্তভার গ্রহণ করেন ডিবি পুলিশ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত