শ্রীমঙ্গলে মিষ্টি নিয়ে আসার নোটিশ নিয়ে আলোচনা

প্রকাশ : ১৫ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  মৌলভীবাজার জেলা প্রতিনিধি

এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের এক কেজি করে মিষ্টি নিয়ে আসার নোটিশ দেওয়া হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার একটি বেসরকারি বিদ্যালয়ে। এই নোটিশ বিষয়টি নিয়ে শ্রীমঙ্গল উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা সমালোচনা চলছে। তবে প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক জানিয়েছেন বিদ্যালয়ের ‘ঐতিহ্য’ হিসেবে আনন্দ অনুষ্ঠানের জন্য শিক্ষার্থীদের মিষ্টি আনতে বলা হয়েছে। পরীক্ষার ফলাফল ঘোষণার পর সেন্ট মার্থাস উচ্চবিদ্যালয় নামে শ্রীমঙ্গলের শিক্ষাপ্রতিষ্ঠানটির ফেসবুক পেজ থেকে ১২ মে একটি নোটিশ দেওয়া হয়। এতে বলা হয়, সেন্ট মার্থাস উচ্চবিদ্যালয়ের ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী সোমবার ১৩ মে ২০২৪ইং, পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থী, শিক্ষকম-লী ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আনন্দ করা হবে। কৃতকার্য শিক্ষার্থীদের ১ কেজি করে মিষ্টি নিয়ে সকাল ১০টা ২০ মিনিটে বিদ্যালয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। বিদ্যালয়ে এক কেজি মিষ্টি নিয়ে যাওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। কেউ হাস্যরস করেন, কেউ সমালোচনা করেন, আবার কেউ বিষয়টি স্বাভাবিকভাবে নেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনা-সমালোচনাকে গুরুত্ব দেয়নি বিদ্যালয় কর্তৃপক্ষ। গত সোমবার ১৩ মে ২০২৪ইং, বিদ্যালয়ের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীদের আনা মিষ্টি দিয়ে সব শ্রেণির শিক্ষার্থীদের মিষ্টিমুখ করিয়েছেন তারা। বিদ্যালয়ে হয়েছে আনন্দ উৎসব।