টোল আদায় বন্ধে মেয়র ও ইজারাদারকে শোকজ
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ
সিরাজগঞ্জের বেলকুচি পৌর মেয়র ও ইজারাদারকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছেন আদালত। সরকারি রাস্তা ও মুকন্দগাঁতী আঞ্চলিক সড়ক থেকে সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ডের নামে যেকোনো ধরনের টোল আদায় বন্ধে গতকাল দুপুরের দিকে তাদের এ নোটিশ দেয়া হয় এবং পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা ও ইজারাদার সাইফুল ইসলামকে আগামী ১০ দিনের মধ্যে এ নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বাদী পক্ষের আইনজীবী রেজাউল করিম রাখাল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, মামলার বাদী সোহেল রানা টোল আদায় বন্ধে সহকারী জজ আদালতে অন্তর্বর্তীকালীন স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন। শুনানি শেষে বিচারক নাদিরা সুলতানা বেলকুচি পৌর মেয়র ও ইজারাদারকে এ শোকজ নোটিশ দেন। এ নোটিশে বলা হয়েছে, মামলার বাদীর ভাইয়ের কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ভাড়ার মাধ্যমে যাত্রী বহর করে আসছে। সরকারি নীতিমালা অনুযায়ী যেখানে সিএনজি অটোরিকশা গ্যারেজ করার নির্ধারিত স্ট্যান্ড নেই। সরকারি রাস্তার উপর দিয়ে চলাচল করে যাত্রী উঠানামা করানো হয় এবং সেই এলাকায় চেয়ারম্যান বা মেয়র কোনো স্ট্যান্ডের নাম করে ইজারা বন্দোবস্ত ও সিএনজিচালিত অটোরিকশা থেকে টোল আদাল করতে পারবে না। ওই পৌর এলাকার মুকুন্দগাতী মহল্লার মধ্য দিয়ে সয়দাবাদণ্ডএনায়েতপুর রাস্তা রয়েঠে। এ রাস্তার মুকুন্দগাতীতে সিএনজি, বাস, ট্রাক স্ট্যান্ড করার জন্য কোনো স্থায়ী জায়গা নেই। গত ৮ ফেব্রুয়ারি পৌর মেয়র পৌর এলাকার মুকুন্দগাতী মহল্লাকে সিএনজি, বাস, ট্রাক, স্ট্যান্ড দেখিয়ে বার্ষিক ইজারা দেয়ার জন্য দরপত্র আহ্বান করেন।