হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা চর হামকুড়িয়া এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান থেকে ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এ সময় ২ মাদককারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১২-এর সদস্যরা। তারা হলো, কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের নুরু মিয়ার ছেলে আল আমিন (২২) ও বাঙ্গরা বাজার উপজেলার রাজা চাবিতলা গ্রামের ইম্মত আলীর ছেলে এরশাদ ওরফে হৃদয় (২৭)। র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো: মারুফ হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার ভোররাতে উল্লেখিত স্থানে অস্থায়ী চেকপোষ্ট স্থাপন স্থাপন করা হয়। এ অভিযানে একটি কাভার্ডভ্যানে তল্লাশি চালিয়ে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় ২১৬ কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক কাজে ব্যবহৃত কাভার্ডভ্যান ও তাদের কাছ থেকে ৬০০ টাকা, ২টি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। তারা দীর্ঘদিন ধরে এই কারবারের সঙ্গে জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।