এ বছরের দাখিল পরীক্ষায় সন্তোষজনক ফলাফল অর্জনে ব্যর্থ বিরামপুর উপজেলার ১৭টি মাদ্রাসা কর্তৃপক্ষকে কারণ দর্শনো নোটিশ দিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা দফতর। চলতি বছরের দাখিল পরীক্ষায় বিরামপুর উপজেলার ২২টি মাদ্রাসার পরীক্ষাথীরা অংশগ্রহণ করে। এর মধ্যে ৫টি মাদ্রাসার ফলাফল কাঙ্ক্ষিত হলেও বাকি ১৭টি মাদ্রাসার ফলাফল হতাশাজনক। ভালো ফলাফল অর্জন করা ৫টি প্রতিষ্ঠান হলো মুকুন্দপুর ফাজিল মাদ্রাসা, কাটলা দাখিল মাদ্রাসা, দক্ষিণ সাহাবাসপুর দাখিল মাদ্রাসা, পলিপ্রয়াকপুর দাখিল মাদ্রাসা এবং বিরামপুর পৌরসভা দাখিল মাদ্রাসা। খয়েরবাড়ি দাখিল মাদ্রাসার ২৪ জন পরীক্ষার্থীর মধ্যে একজনও পাস করেনি। ৫০ ভাগের নিচে পাস করা ১৬টি মাদ্রাসা হলো ঝাঞ্জার দাখিল মাদ্রাসা, বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা, হাবিবপুর দাখিল মাদ্রাসা, বিজুল কামিল মাদ্রাসা, আয়রা দাখিল মাদ্রাসা, চতুরপুর দাখিল মাদ্রাসা, খানপুর দাখিল মাদ্রাসা, পুইন্দা দাখিল মাদ্রাসা, ভবানীপুর দাখিল মাদ্রাসা, কানিকাটাল দাখিল মাদ্রাসা, দাউদপুর দাখিল মাদ্রাস, বেপারীটোলা দাখিল মাদ্রাসা, চড়াইভিটা দাখিল মাদ্রাসা, চকশুলবান দাখিল মাদ্রাসা, বিরামপুর শালবাগান বালিকা দাখিল মাদ্রাসা এবং বিরামপুর আদর্শ বালিকা দাখিল মাদ্রাসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমশের আলী মণ্ডল জানান, ১৭টি মাদ্রাসা কর্তৃপক্ষকে ফল বিপর্যয়ের জন্য কারণ দর্শনো নোটিশের লিখিত জবাব দেয়ার জন্য ১৫ দিন সময়সীমা দেয়া হয়েছে।