ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

উস্কানিমূলক বক্তব্য

সিরাজগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থীকে শোকজ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা পরিষদ নির্বাচনে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যক্ষ মনিরুজ্জামান মনিকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক গণপতি রায় গত বৃহস্পতিবার স্বাক্ষরিত একপত্রে ২৪ ঘণ্টার মধ্যে লিখত জবাব দেয়ার জন্য তাকে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, ওই উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী ওই প্রার্থীর উপস্থিতিতে তার সমর্থনকারী দুই ব্যক্তি পৃথক স্থানে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন। এ বক্তব্য একজন বলেন, যদি ফুটবল খেলা হয়, তবে আপনারা হিন্দু না মুসলিম কোনো দলের পক্ষ নিবেন? অপরজন বলেন, দোয়াত-কলম প্রতীক শুধু দুনিয়াতেই নয় আখেরাতেও এর গুরুত্ব রয়েছে। যেহেতু অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিন্দু ধর্মাবলম্বী সেহেতু আপনার সমর্থনকারীদের এমন বক্তব্য ধর্মানুভূতিতে আঘাত লাগে মর্মে প্রতীয়মান হয়। এতে উপজেলা পরিষদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এমতাবস্থায়, প্রার্থী মনিরুজ্জামানের বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার সন্তোষজনক জবাব নোটিশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে দিতে বলা হয়েছে। এদিকে ওই রিটার্নিং কর্মকর্তা সাংবাদিকদের বলেন, চেয়ারম্যান প্রার্থী মনিরুজ্জামান মনিকে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল। গতকাল দুপুরে তিনি জবাবও দিয়েছেন। এ সময় তাকে সতর্ক করা হয়েছে। আবারো যদি নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করেন। তবে সে বিষয়টি কমিশনকে লিখিতভাবে জানানো হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত