ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বেলকুচি পৌর মেয়রকে মারধরের ঘটনায় পাঁচজন আটক

বেলকুচি পৌর মেয়রকে মারধরের ঘটনায় পাঁচজন আটক

সিরাজগঞ্জের বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাদুল হক রেজাকে মারধরের ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে রাজশাহী শিক্ষা বোর্ড থেকে একটি তদন্ত দল একটি স্কুলে আসেন। এজন্য ওই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে মেয়র সেখানে যান এবং দুপুরে মোটরসাইকেলযোগে স্কুল থেকে বের হয়ে গেটে পৌঁছলে স্থানীয় এমপির এপিএস সেলিম আহমেদের নেতৃত্বে তার গতিরোধ করা হয় এবং একপর্যায়ে তার নির্দেশে মেয়রকে মারধর করা হয়। এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় একজন সাংবাদিকসহ আরো তিনজন আহত হয়েছেন। পূর্বের ঘটনার জের ধরে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে। এদিকে এমপির এপিএস হামলা ও মারপিটের ঘটনা অস্বীকার করেছেন। তবে স্কুল ম্যানেজিং কমিটি গঠন নিয়ে অভিযোগ ওঠায় রাজশাহী থেকে তদন্ত দল এসেছিলেন। এ তদন্তে মতামত মেয়রের বিরুদ্ধে যাওয়ায় লোকজনের সঙ্গে বাকবিতন্ডা হয় এবং একপর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে বেলকুচি থানার ওসি আনিসুর রহমান বলেন, এ ঘটনায় মেয়র বাদী হয়ে গতকাল শুক্রবার সকালে ১৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৬০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এরমধ্যেই ৫ জনকে আটক করা হয়েছে এবং সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত