ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

চেয়ারম্যান প্রার্থী সামসুল আলমের অভিযোগ

‘আমার কর্মীদের হুমকিধমকি দেয়া হচ্ছে’

‘আমার কর্মীদের হুমকিধমকি দেয়া হচ্ছে’

দ্বিতীয় ধাপে আগামী ২১মে কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। প্রথমবার অনুষ্ঠিত হওয়া এ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন ৫ প্রার্থী। কিন্তু প্রচারণায় গিয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন দ্বারা সাধারণ ভোটার ও নিজের সমর্থিত লোকজনকে নানাভাবে হুমকিধমকি দেয়ার অভিযোগ তুলেছেন সামসুল আলম নামে এক চেয়ারম্যান প্রার্থী। গতকাল বিকালে কক্সবাজারের কলাতলী লাইট হাউজ এলাকার একটি আবাসিক হোটেলের কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলেছেন ভুক্তভোগী সামসুল আলম। তিনি ঈদগাঁও উপজেলায় মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের দাবি জানিয়ে তিনি বলেন, পরিকল্পিতভাবে আমার সমর্থক-কর্মীদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এসব বিষয়ে নির্বাচন কমিশন, জেলা প্রশাসক, পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে লিখিত অভিযোগ দিয়েছি। প্রশাসনের পক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেয়া হলেও মাঠ পর্যায়ে সেটি লক্ষ্য করছি না। ফলে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে আমার সন্দেহ রয়েছে। যদি নির্বাচন সুষ্ঠু না হয়, তবে এর দায়ভার নিতে হবে সরকারকে। তারপরও সরকারের প্রতি আমাদের বিশ্বাস আছে। সরকার সুষ্ঠু নির্বাচন করবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত