ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে সাংবাদিককে মারধর

থানায় মামলা
সিরাজগঞ্জে সাংবাদিককে মারধর

সিরাজগঞ্জের বেলকুচিতে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিককে মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। গত শনিবার রাতে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ইউসুফ আলীসহ সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে দৈনিক মানবজমিন পত্রিকার বেলকুচি উপজেলা প্রতিনিধি আবু মুসা বাদী হয়ে এ মামলা করেছেন। বেলকুচি থানার ওসি আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি এ মামলার বরাত দিয়ে জানান, গত বৃহস্পতিবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের একটি তদন্ত টিম সোহাগপুর এ এস উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির বিরুদ্ধে অভিযোগের তদন্তে আসে। এ সময় আবু মুসা ও সবুজ সরকার নামে অপর এক সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহে যান।

ওই স্কুল থেকে বাড়ি ফেরার সময় বিদ্যালয়ের গেইটে ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর মেয়র সাজ্জাদুল হক রেজার ওপর হামলা ও মারপিটের ঘটনা ঘটে। এ সময় তাদের মারপিটের ছবি ধারণ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে মুসাকে মারপিট করে তার মোবাইল ফোন, ওই পত্রিকার পরিচয়পত্র ছিনিয়ে নেয়া হয়। এ মামলার আসামি গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত