ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিএসটিআইকে আপসহীন ভূমিকা পালনের আহ্বান শিল্পমন্ত্রীর

বিএসটিআইকে আপসহীন ভূমিকা পালনের আহ্বান শিল্পমন্ত্রীর

পণ্যের মান ও পরিমাপ নিশ্চিত করার জন্য বিএসটিআইকে আপসহীন ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হূমায়ূন। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাসমূহের সঙ্গে সঙ্গতি রেখে বিএসটিআই পণ্যের মান, ওজন ও পরিমাপের বিষয় নিশ্চিত করছে। অনেক ভালো ব্যবসায়ী আছেন যারা পণ্য বাজারজাত করে বিশ্ববাজারে দেশের সুনাম বৃদ্ধি করছে। অন্যদিকে ব্যবসায়ী নামক এক ধরনের প্রতারকরা নকল পণ্য উৎপাদন করে জনগণকে বিভ্রান্ত করছে। এ বিষয়ে তিনি বিএসটিআই’র সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন। গতকাল সোমবার রাজধানীর তেজগাঁওস্থ বিএসটিআই প্রধান কার্যালয়ে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশের প্রতিটি পণ্য যেন দেশিয় ও আন্তর্জাতিক বাজারে সমাদৃত হয় আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। বিএসটিআই সফলভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে। বিএসটিআই’র অফিস ও ল্যাবরেটরি বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে জানিয়ে শিল্পমন্ত্রী বলেন, ব্যবসায়ীরা যেন কোনোভাবেই হয়রানির শিকার না হয় সেদিকে বিষয়ে লক্ষ্য রাখার পাশাপাশি ব্যবসায়ীদেরও উচিত বিএসটিআইকে তাদের কাজে পূর্ণাঙ্গ সহযোগিতা করা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত