চাঁদপুর শহরের পুরান বাজার বাতাসা পট্টি এলাকায় কৃষি ব্যাংকের দ্বিতীয় তলায় কক্ষের ভেতর থেকে নিরাপত্তা প্রহরী ও সরকারি কলেজের ছাত্র রাশেদ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ঝাড়ুদার লক্ষণ কৃষি ব্যাংকের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে প্রবেশ করে রুমের ভেতর ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেনকে দেখতে পায়। এ সময় সে ব্যাংক থেকে নিচে এসে স্থানীয় ব্যবসায়ীদের বিষয়টি অবগত করে। কৃষি ব্যাংকের ভেতরে নিরাপত্তা প্রহরীর মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে ধূম্রজলের সৃষ্টি হয়েছে। নিহত নিরাপত্তা প্রহরী রাশেদ হোসেন হাজীগঞ্জ এনায়েতপুর এর আব্দুর রবের ছেলে। সে ২০২২ সালে হাজীগঞ্জ মডেল কলেজ থেকে এইচএসসি পাস করে চাঁদপুর সরকারি কলেজ বিশ্ববিদ্যালয় অনার্স বিভাগে ভর্তি হয়। রাশেদ হোসেন কৃষি ব্যাংকের নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরিতে যোগ দেয়। সে কৃষি ব্যাংকের ভেতরে একটি কক্ষে বসবাস করত, সেখান থেকেই রাতে নিরাপত্তা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করত এবং পাশাপাশি সরকারি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করত। গতকাল কৃষি ব্যাংক ম্যানেজার যুগেনস চন্দ্র পাল ব্যাংকে এসে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত অবস্থায় নিরাপত্তা প্রহরী লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ইয়াসিন আরাফাত ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কলেজ ছাত্র রাশেদ হোসেনের মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যা তা ক্ষতির দেখছে পুলিশ। অবশেষে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। এদিকে রাশেদ কৃষি ব্যাংকে চাকরি নেওয়ার পর থেকে পুরান বাজার এলাকার বেশ কয়েকজনের সঙ্গে বন্ধুত্ব সম্পর্ক হয়। তার জীবনের সবকিছু তাদের সঙ্গে শেয়ার করত। এই মৃত্যুর ঘটনা নিয়ে তার এক বন্ধু বলেন, রাশেদ হোসেন একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, সে আত্মহত্যা করার মতো ছেলে নয়। ঘটনাটি পুলিশ তদন্ত করলেই প্রকৃত রহস্য উন্মোচন হবে।