রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযান

অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী গ্রেপ্তার

প্রকাশ : ২৪ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে সাঁড়াশি অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ আরসা সন্ত্রাসী আবদুল্লাহকে (৩০) গ্রেপ্তার করা হয়েছে। ২২ মে ক্যাম্প-২০ এলাকায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার আবদুল্লাহ ব্লকডি/৫১, ক্যাম্প ৩, এফসিএ ১৭৬১৮৯ এর মোদাচ্ছের এর ছেলে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন পুলিশ।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, ১৪ এপিবিএন পুলিশের কাছে খবর আসে আরসার শীর্ষ সন্ত্রাসী আবদুল্লাহ ২০নং ক্যাম্পে অবস্থান করছে। এই খবর পেয়ে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার অংশু কুমার দেব ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে। বিকাল সাড়ে ৪টার দিকে ক্যাম্পের একটি শেড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এ সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি পাওয়া যায়। পরবর্তীতে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যেও ভিত্তিতে রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে ক্যাম্প ২০/এক্সটেনশন ব্লক বি/৪, এস/১ সংলগ্ন কাঁটাতারের বাইরে লাল পাহাড়ের ঢালুস্থান এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি বড় ওয়ান শুটার গান একটি, মাঝারি সাইজের ওয়ান শুটার গান দুটি, রাইফেলের গুলি ২০ রাউন্ড, শর্টগানের কার্তুজ একটি, রাইফেলের গুলির খোসা ২০টি, পিস্তলের গুলির খোসা তিনটি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মোট আটটি হত্যা মামলা রয়েছে।