বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) কেন্দ্রীয় পরিচালনা পর্ষদ ২০২৪-২০২৬ মেয়াদের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো. শাহ্ জালাল বাচ্চুর নেতৃত্বাধীন প্যানেল বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী গণতান্ত্রিক ঐক্য পরিষদের পূর্ণ প্যানেল প্রতিপক্ষ প্যানেল থেকে ৮০ ভাগ ভোট বেশি পেয়ে নিরঙ্কুশ বিজয়ী লাভ করেছেন। গতকাল শনিবার দুপুরে বিসিডিএস কেন্দ্রীয় কার্যালয় রূপায়ন ট্রেড সেন্টার নোটিশ বোর্ডে নবনির্বাচিত একজন সভাপতি, একজন সিনিয়র সহ-সভাপতি, সাতজন সহ-সভাপতি ও ৩৪ জন পরিচালকের তালিকা চূড়ান্তভাবে প্রকাশ করেন। সভাপতি মো. শাহ্ জালাল (বাচ্চু), সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোজাম্মেল হক, সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ-সভাপতি সৈয়দ হাসান নুর ইসলাম রাস্ট্রন, সহ-সভাপতি মো. ইকবাল লস্কর, সহ-সভাপতি মো. তোফাজ্জল হোসেন, সহ-সভাপতি শ্রী আশীষ কুমার ভট্টাচার্য্য, সহ-সভাপতি শেখ আনসারুল হক খিচ্চু, পরিচালকগণ মো. এনায়েত উল্লাহ, মো. মুমিনুল ইসলাম, মো. জসীম উদ্দিন, মো. রফিকুল আলম টুকু, এফএম হুমায়ুন কবির, মো. আক্তারুজ্জামান, মনির আহমেদ মনা, এ এস এম মনিরুজ্জামান খান, নাসির উদ্দীন আহমেদ, মো. খলিলুর রহমান, মো. আতাউর রহমান খোকা, মোস্তাফিজুর রহমান সবুজ, মো. মেজবাহুল আলম রতন, খোন্দকার মারুফ ইলাহী, মো. সাইফুল আলম, মোহাম্মদ আলী, এ.টি.এম মোশাহিদ উদ্দিন, মো. মহসীন আলী পাটোয়ারী, সি এম জাকারিয়া, মো. মিজানুর রহমান, মো. ইস্তিয়াক উদ্দিন আহম্মেদ রাহাত, মো. মাজহারুল আলম চঞ্চল, কাজী সাদেকুর রহমান লিংকন, জাহাঙ্গীর হোসেন খান, মো. আনোয়ার হোসেন মিরধা বেলু, মো. দ্বীন আলী, মো. শাহজাহান খাঁন, শ্রী রঘুনাথ সিকদার, শ্রী চন্দন কুমার পাল, মো. আবু কাউছার, মো. কাজী নাসির উদ্দীন, মো. মবশ্বির আলী, মিয়া শরিফুল ইসলাম, নুরুল ইসলাম মজুমদার সবুজ।