ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশের তদন্ত শুরু

সিরাজগঞ্জে প্রবাসীর ঘরে ঢুকে মা ও স্ত্রীকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জে প্রবাসীর ঘরে ঢুকে মা ও স্ত্রীকে ছুরিকাঘাত

সিরাজগঞ্জ সদর উপজেলার ভেওয়ামারা (কারিগর পাড়া) গ্রামে প্রবাসীর ঘরে ঢুকে মা ও স্ত্রীকে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয়েছে। তারা হলেন, মালয়েশিয়া প্রবাসী কাওসার আকন্দের মা মাজেদা বেগম ও তার স্ত্রী জোসনা খাতুন। তাদের উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই গ্রামের ওই মালয়েশিয়া প্রবাসীর বাড়িতে মা ও স্ত্রীসহ ছেলেমেয়ে বসবাস করত। গত শনিবার গভীররাতে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে ওই ২ জনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় তাদের চিৎকারে পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে এবং রাতেই ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে গতকাল দুপুরে উন্নত চিকিৎসার জন্য জোসনা খাতুনকে বগুড়া শজিমেক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। সকালে পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালেও তাদের খোঁজখবর নিয়েছেন। তবে কি কারণে প্রবাসীর মা ও স্ত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে সে বিষয়ে এখনও তথ্য উদ্ঘাটন হয়নি। এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার এসআই রাসেল আলোকিত বাংলাদেশকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং তদন্তও শুরু হয়েছে। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এদিকে প্রবাসী মা ও স্ত্রীকে ছুরিকাঘাতের ঘটনা নিয়ে এলাকায় নানা প্রশ্ন ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত