শেরপুরে কেল্লাপোষী মেলা

আদালতের নির্দেশ উপেক্ষা করে চাঁদা আদায়!

প্রকাশ : ২৭ মে ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে কেল্লাপোষী মেলায় কোনো প্রকার টোল বা খাজনা আদায় করা যাবে না- মর্মে আদালতের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সেটি মানছেন না মেলা আয়োজক কমিটির নেতারা। এমনকি আদালতের সেই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই ক্রেতা-বিক্রেতা উভয়ের নিকট থেকেই অবৈধভাবে খাজনা আদায় করা হচ্ছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে অবৈধ খাজনা আদায়ের নামে অর্ধকোটি টাকা চাঁদাবাজির মিশন নিয়ে মাঠে নেমেছেন সংঘবদ্ধ একটি অসাধু চক্র। এরই ধারাবাহিকতায় মেলার একাধিক মহাল মোটা অঙ্কের টাকায় ইজারা দেওয়া হয়েছে। তবে এসব ইজারার একটি কানাকড়িও সরকারি কোষাগারে জমা না হলেও ওই চক্রটির পকেটস্থ করেছেন। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা সদর থেকে দক্ষিণ-পশ্চিম কোণে কুসুম্বী ইউনিয়নের কেল্লাপোষী নামক স্থানে ৪৬৮ বছরের প্রাচীন ঐতিহ্যকে ধরে রাখতে প্রতি বছরের ন্যায় এবারো রোববার থেকে মেলাটি শুরু হয়েছে।