ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কালিয়াকৈরে চুল কেটে গৃহবধূকে নির্যাতন

সাবেক স্বামীকে গ্রেপ্তার
কালিয়াকৈরে চুল কেটে গৃহবধূকে নির্যাতন

গাজীপুরের কালিয়াকৈরে মাথার চুল কেটে ও হাত-পা বেঁধে মারধর করে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর ৯৯৯-এ ফোনে ওই গৃহবধূকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় নির্যাতনের অভিযোগে সাবেক স্বামীকে গ্রেপ্তার করা হয়। গত রোববার দুপুরে উপজেলার নামাশুলাই এলাকায় এ ঘটনা ঘটে। আটকৃত হলেন, কালিয়াকৈর উপজেলার নামাশুলাই এলাকার জসিম উদ্দিনের ছেলে রোমান হোসেন। তিনি ওই নির্যাতিত গৃহবধূর সাবেক স্বামী। এলাকাবাসী, নির্যাতিত গৃহবধূ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ বছর আগে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকার আতোয়ার দেওয়ানের মেয়ে আফিয়া আক্তারের সঙ্গে রোমানের বিয়ে হয়। তাদের সংসার জীবনে ওরিয়ান আক্তার নামে ৯ বছরের এক কন্যা সন্তানের জন্ম হয়। কিন্তু গত ১ বছর আগে তাদের স্বামী-স্ত্রীর পারিবারিক কলেহের জেরে বিবাহ-বিচ্ছেদে আবদ্ধ হন রোমান ও আফিয়া। এরপর আফিয়া গাজীপুরের শ্রীপুর উপজেলার শিরিসগুরি এলাকার আহমদ আলীর ছেলে আনোয়ার হোসেনের সঙ্গে দ্বিতীয় বিয়েতে আবদ্ধ হন। কিন্তু প্রথম বিয়ের সংসার জীবনের কন্যা সন্তান ওরিয়ান তার বাবা রোমানের কাছে থাকে যায়। সেখানে থেকে সে একটি মাদ্রাসার লেখাপড়া করে আসছে। সে সুবাদে ওরিয়ানের মাদ্রাসার খরচ বাবদ প্রতি মাসে ২ হাজার টাকা করে দিতেন তার ১ম মা আফিয়া। গত রোববার আফিয়া মেয়ের মাদ্রাসার খরচের টাকা দিতে নামাশুলাই এলাকায় তার সাবেক স্বামী রোমানের বাড়িতে যান। এ সময় তার সাবেক স্বামী রোমান ক্ষিপ্ত হয়ে সাবেক স্ত্রী আফিয়াকে ওড়না দিয়ে হাত-পা বেঁধে মারধর করে। এক পর্যায় ব্লেড দিয়ে ওই গৃহবধূ আফিয়ার মাথার চুল কেটে দেয় সাবেক স্বামী রোমান। তার ডাক চিৎকার আশপাশের এলাকার লোকজন এগিয়ে গেলে গৃহবধূ আফিসাকে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে দ্বিতীয় স্বামী আনোয়ার হোসেন ৯৯৯-এ ফোন দিলে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থল যান। পরে ওই গৃহবধূকে উদ্ধার ও সাবেক স্বামী রোমানকে আটক করে পুলিশ। পরে এলাকাবাসীর সহযোগিতায় গৃহবধূ আফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন তার দ্বিতীয় স্বামী আনোয়ার। এ ঘটনায় গৃহবধূ আফিয়া আক্তার বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা করেন। ওই গৃহবধূ আফিয়া আক্তার জানান, আমি আমার মেয়ে ওরিয়ানের মাদ্রাসার টাকা দিতে দিতে গেলে সাবেক স্বামী রোমান হোসেন ক্ষিপ্ত হয়ে ওড়না দিয়ে হাত-পা বেঁধে মারধর করে। এসময় ব্লেড দিয়ে আমার মাথার চুল কেটে দেন রোমান। আমি এর বিচার চাই। এব্যাপারে কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম জানান, ওই গৃহবধূকে নির্যাতনের ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে। তবে এ ঘটনায় তার সাবেক স্বামী রোমান হোসেনকে গ্রেপ্তার আটক করা হয়।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত