বোরো মৌসুমে নোয়াখালীর সেনবাগে কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত রোববার উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা হারুন আর রশিদ, খাদ্য নিয়ন্ত্রক মামুদ আলমসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। এ বছর প্রতিজন কৃষক ধান কেজি ৩২ টাকা দরে, মণ ১ হাজার ২৮০ টাকা করে ৩ টন ধান সরবরাহ করতে পারবে। উপজেলায় এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৯৭০ টন ধান সংগ্রহ করা হবে। এর আগে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের জন্য অনলাইনে খাদ্য অধিদপ্তরে আবেদন করে ৪ শ’ কৃষকের বেশি। তাদের মধ্য থকে ৩২৬ জনকে নির্বাচিত করেছে খাদ্য অধিদপ্তর।