ঢাকা ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

সেনবাগে ধান সংগ্রহ শুরু

সেনবাগে ধান সংগ্রহ শুরু

বোরো মৌসুমে নোয়াখালীর সেনবাগে কৃষকদের কাছ থেকে অভ্যন্তরীণ ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গত রোববার উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ। এ সময় সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা খাদ্য কর্মকর্তা হারুন আর রশিদ, খাদ্য নিয়ন্ত্রক মামুদ আলমসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। এ বছর প্রতিজন কৃষক ধান কেজি ৩২ টাকা দরে, মণ ১ হাজার ২৮০ টাকা করে ৩ টন ধান সরবরাহ করতে পারবে। উপজেলায় এ মৌসুমে কৃষকদের কাছ থেকে ৯৭০ টন ধান সংগ্রহ করা হবে। এর আগে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ মৌসুমে ধান সংগ্রহ কার্যক্রমের জন্য অনলাইনে খাদ্য অধিদপ্তরে আবেদন করে ৪ শ’ কৃষকের বেশি। তাদের মধ্য থকে ৩২৬ জনকে নির্বাচিত করেছে খাদ্য অধিদপ্তর।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত