ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বীরগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

বীরগঞ্জে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ

দিনাজপুরের বীরগঞ্জে সম্প্রীতি মেলা ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির নগদ অর্থ, চেক ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে নেট্জ বাংলাদেশের সহযোগিতায় মানবকল্যাণ পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মো: ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো: জাকারিয়া জাকার পক্ষে নবনির্বাচিত বীরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হোসাইন বিপু। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরিয়া সাঈদ সরকার, আওয়ামী লীগ নেতা মো: শামীম ফিরোজ আলম, মো: মনোয়ার হোসেন, দীপঙ্কর রাহা বাপ্পীসহ আরো অনেকে। আলোচনা শেষে বীরগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ক্ষুদ্র নৃ-জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) কর্মসূচির আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির অর্থ, চেক প্রাথমিক পর্যায়ে ১০০ জনকে ২৫০০ টাকা, মাধ্যমিক পর্যায়ে ৪৫ জনকে ৬০০০ টাকা উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২২ জনকে ৯৫০০ টাকা ও ১৮ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বীরগঞ্জ অহিংকা প্রকল্পের সমন্বয়কারী মো: রহমাতুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা, বীরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: সিদ্দিক হোসেনসহ আরো অনেকে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত