ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

অসহায় চালক বাবলুর মানবেতর জীবনযাপন

এসআই পরিচয়ে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার হয়নি

এসআই পরিচয়ে ছিনতাই হওয়া ইজিবাইক উদ্ধার হয়নি

সিরাজগঞ্জে পুলিশের এসআই পরিচয়ে জুস খাইয়ে ছিনতাই হওয়া ইজিবাইক এখনো উদ্ধার হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছেন চালক বাবলু (৩৫)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিরাজগঞ্জ সদর উপজেলার চন্ডিদাসগাঁতী গ্রামের সিদ্দিক সেখের ছেলে বাবলু দীর্ঘদিন ধরে ইজিবাইক চালিয়ে সংসার পরিচালনা করছিল। গত ১২ মে রাত ৮ টার দিকে চালক শহরের বাজার স্টেশন এলাকায় ওই গাড়ি নিয়ে অবস্থান করছিল। এ সময় দুইজন অপরিচিত লোক নিজেদের পুলিশের এসআই পরিচয় দেয় এবং শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাদের আরো এক সহকর্মীর ছেলে ভর্তি আছে। তাকে দেখার কথা বলে ইজিবাইকটি ৬০ টাকায় ভাড়া করে ওই হাসপাতালে নিয়ে যায়। এ সময় ওই চক্রের আরো একজন হাসপাতাল চত্বরে আসে এবং চালক বাবলুকে হাসপাতাল ক্যান্টিন ও বিভিন্ন দোকান চত্বরে প্রায় ২ ঘণ্টা ধরে অবস্থানসহ ফাস্টফুড খাওয়ানো হয়। একপর্যায়ে রাত ১০টার দিকে ওই যাত্রীবেশি ছিনতাইকারিরা চালককে জুস খাওয়ায় এবং জুস খাওয়ানোর পরই তাকেসহ ইজিবাইকটি নিয়ে যাওয়ার পথে চন্ডিদাসগাঁতী বাজার এলাকায় তাকে অজ্ঞান অবস্থায় ফেলে রেখে মোবাইল ফোনসহ গাড়ি নিয়ে চলে যায় তারা। রাতভর পরিবারের লোকজন বহু খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরের দিন ভোর রাতে ওই বাজার এলাকায় অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানায় একটি অভিযোগ দায়ের করে। পুলিশ ওই চালকের মোবাইল ফোন উদ্ধার করলেও ইজিবাইকটি উদ্ধার হয়নি। এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, এ ঘটনায় বিশেষ তদন্ত অব্যাহত রয়েছে। তার ইজিবাইকটি উদ্ধারের চেষ্টা চলছে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত