কলারোয়া উপজেলা নির্বাচন
পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকদের হামলায় চার পুলিশ আহত
প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ
স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা
সাতক্ষীরার কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আলাতাফ হোসেন লাল্টুর কর্মী সমর্থকদের হামলার ৪ পুলিশ সদস্য আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে কলারোয়া থানা গেটের সামনে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, এএসআই আসলাম, কনস্টেবল ফয়সাল, মিলন ও মিজান। স্থানীয়রা জানান, কলারোয়া উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী প্রার্থী আমিনুল ইসলাম লাল্টু ও পরাজিত প্রার্থী আলাতাফ হোসেন লাল্টুর কর্মী সমর্থকদের সঙ্গে নির্বাচন পরবর্তী বিভিন্ন স্থানে ঘটে যাওয়া বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা? সৃষ্টি হলে কলারোয়া থানা পুলিশ উভয় পক্ষকে মীমাংসার লক্ষ্যে বসার আহ্বান জানায়। মীমাংসায় একমত পোষণ না করায় উভয় পক্ষকে লিখিতভাবে অভিযোগ দায়েরের আহ্বান জানান কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ?রফিকুল ইসলাম। একপর্যায়ে পরাজিত প্রার্থী আলাতাফ হোসেন লাল্টুর সমর্থক ও আওয়ামী লীগ নেতা মজনু চৌধুরী থানার গেটের সামনে গিয়ে ওসি ?রফিকুল ইসলামের বিরুদ্ধে কটূক্তি করায় সেখানে হট্টগোল শুরু হয়। পুলিশ বিষয়টি থামাতে গিয়ে পরাজিত প্রার্থী আলাতাফ হোসেন লাল্টুর কর্মী সমর্থকদের হামলার শিকার হন। এ সময় ওই ৪ পুলিশ সদস্য আহত হন। আহত পুলিশ সদস্যদের কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে সাতক্ষীরার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মতিউর রহমান সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।