সিরাজগঞ্জে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে অভিযোগ

প্রকাশ : ০১ জুন ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার নাদোসৈয়দপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা স্থগিত চেয়ে বিভিন্ন দফতরে অভিযোগ করা হয়েছে। ওই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসসহ সরকারি বিভিন্ন দপ্তরে গত বৃহস্পতিবার লিখিত অভিযোগ করেন এলাকাবাসী। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে বিভিন্ন সময় অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিষ্ঠানের বিপুল অংকের টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। এতে সহযোগিতা করতে তার ছোট ভাইকে ওই কমিটিতে বিদ্যুৎসাহী সদস্য করা হয়। অপকৌশলের অংশ হিসেবে তড়িগড়ি করে একটি দৈনিকে গোপনে ওই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এবং তার আরেক ছোট ভাইকে প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদানে শনিবার নিয়োগ পরীক্ষার দিন নির্ধারণ করা হয়। জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) আফছার আলী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি এবং তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম বাটুল বলেন, যথাযথ নিয়মেই ওই নিয়োগ সম্পন্ন করা হবে।