কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আগুনের লেলিহান শিখা যখন ভয়াবহ হয়ে উঠছিল, তখন ছাত্রলীগের কর্মীদের তৎপরতায় তীব্র হয়ে উঠার আগেই নিয়ন্ত্রণে আসে আগুন।
গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালীস্থ ১৩নং রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লক থেকে আগুনের সূত্রপাত ঘটে।
প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে এলেও অগ্নিকাণ্ডে পুড়ে গেছে দেড় শতাধিক ঘর, ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ১ হাজার ২০০ রোহিঙ্গা।
অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পাওয়া সাধারণ রোহিঙ্গাসহ স্থানীয়রা সাধুবাদ জানিয়েছে পালংখালী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী রিয়াজ উদ্দিন জিসানের নেতৃত্বে শতাধিক ছাত্রলীগ নেতাকর্মীর তৎপরতাকে।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মফিজ বলেন, ‘ছাত্রলীগের ছেলেরা শুরু থেকেই তৎপর ছিল বলে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। তারা এগিয়ে না এলে পরিস্থিতি অনেক খারাপ হতো।’
ছাত্রলীগ নেতা রিয়াজ উদ্দিন জিসান জানান, মানবিকতা থেকেই আমরা এগিয়ে এসেছি, আদর্শের জায়গা থেকে আমরা মানুষের পাশে থাকতে বদ্ধ পরিকর।