ঢাকা ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ | বেটা ভার্সন

গৃহকর্তাকে ছুরিকাঘাতে জখম

সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জে দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতি

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বানিয়াবহু গ্রামে দুই পুলিশ কর্মকর্তার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা স্বর্ণালংকারসহ বিপুল টাকার মালামাল নিয়ে গেছে এবং গৃহকর্তা সাবেক ইউপি সচিব আব্দুল হাই চৌধুরীকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আব্দুল হাই চৌধুরীর ছোট ভাই পুলিশ ইন্সপেক্টর সেলিম রেজা চৌধুরী ও তার ছেলে এসআই হুমায়ুন রশিদ চৌধুরী চাকরির কর্মস্থল ঢাকা ও চট্টগ্রামে রয়েছেন। ওই গৃহকর্তাসহ পরিবারের লোকজন গ্রামের বাড়িতে বসবাস করেন। গত শনিবার গভীর রাতে ডাকাতরা ওই বাড়ির টিনের বেড়া ভেঙে ও গ্রিল কেটে রুমে ঢুকে তাদের ঘুম থেকে ডেকে তোলে। ডাকাতরা হাই চৌধুরীকে চাকু দিয়ে আঘাত করলে ডান হাত জখম হয় এবং পরে ডাকাতরা তার দুই হাঁটুতে ও পেছনে উপর্যুপরি আঘাত করে। একপর্যায়ে তারা আলমারি ও বাক্স ভেঙে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এসব তথ্য পরিবার থেকে জানানো হয়েছে। এ বিষয়ে তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম আলোকিত বাংলাদেশকে বলেন, এটি চুরি না ডাকাতি সে বিষয়ে ওই পরিবার থেকে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া না গেলেও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সহকারী পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) অমৃত সূত্রধর বলেন, এটি ডাকাতি নয়, গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মালামাল নিয়ে যাওয়ার পথে বাধা দেয়ায় ওই বাড়ির গৃহকর্তাকে মারধর ও তার হাতে ছুরিকাঘাত করা হয়েছে। এদিকে ওই দিন রাতে একই এলাকার শাকই গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত