ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

সিরাজগঞ্জে স্কুলশিক্ষক খুন

অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

অভিযুক্তদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হরিণাথপুর গ্রামের স্কুলশিক্ষক হারুন-অর-রশীদ (৩৬) খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল সকালে শাহজাদপুর-পোরজনা সড়কে প্রায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন এলাকাবাসী। এতে বক্তব্য দেন পোরজনা বাজার বণিক সমিতির সভাপতি আলি আজম, নিহত স্কুল শিক্ষকের বাবা গাজী আলাউদ্দিন, চাচা রেজাউর রউফ খান, বড় ভাই হুমায়ুন কবির, বোন লুসি খাতুন, স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম, হানিফ প্রামাণিক, লোয়াই প্রামাণিক প্রমুখ।

বক্তারা বলেন, নিহত হারুন পাবনার আমিনপুর উপজেলার রতনগঞ্জ হাই স্কুলের শিক্ষক ছিলেন। দাম্পত্য জীবনে স্ত্রী রেখা খাতুনের উচ্ছৃঙ্খল জীবনযাপন ও পরকীয়ায় লিপ্ত থাকার ঘটনায় অতিষ্ঠ হয়ে প্রায় তিন মাস আগে তিনি তার স্ত্রীকে তালাক দেন। এতে ক্ষিপ্ত হয়ে তার শ্বশুরবাড়ির লোকজনের নেতৃত্বে দুর্বৃত্তরা গত ২৪ মে রাতে অস্ত্রের মুখে ওই শিক্ষককে রাস্তা থেকে তুলে নিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ব্যাপারে নিহতের বাবা বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করেন। এ ঘটনার ১০ দিন অতিবাহিত হলেও পুলিশ প্রধান আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়নি। এ মামলা তুলে নিতে শিক্ষক পরিবারের সদস্যদের নানা ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। বক্তারা অবিলম্বে আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধন শেষে খুনিদের ফাঁসির দাবিতে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। অবশ্য এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, ওই শিক্ষক হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে তারা উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত