ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

পুলিশ সুপার বরাবর অভিযোগ

অসহায় পরিবারকে বের করে দিয়ে বাড়ি দখল

অসহায় পরিবারকে বের করে দিয়ে বাড়ি দখল

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কামারখন্দ গ্রামে একটি অসহায় পরিবারকে মারধর ও বাড়ি থেকে বের করে দিয়ে জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। পুলিশ সুপার বরাবর এ অভিযোগ করেছেন ওই ভুক্তভোগী পরিবারের শাজাহান আলীর স্ত্রী নাদিরা বেগম। অভিযোগে প্রকাশ, পৈত্রিক সূত্রে প্রাপ্ত ১৫ শতক জমিতে ঘরবাড়ি ও গরু, হাঁস, মুরগিসহ সংসার পরিচালনার জিনিসপত্র রয়েছে। এ জমি নিয়ে প্রতিপক্ষের সাথে আদালতে মামলা চলমান রয়েছে। এরপরও একই গ্রামের বিবাদীরা ওই বাড়ির জমি জোরপূর্বক দখল করার জন্য দীর্ঘদিন ধরে হুমকিও দিচ্ছিল।

গত ২৮ মে স্বামী শাজাহান আলী হার্ট অ্যাটাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। এ সুযোগে ১ জুন সকালে বিবাদীরা আমার ঘরবাড়ি জোরপূর্বক দখল করে। এমনকি বাড়িঘর ভাঙচুর ও মারধর করে পরিবারের লোকজনকে বের করে দেয় এবং বাড়ির বাইরে বেড়া দিয়ে তালা লাগিয়ে দেয়া হয়। আমরা ওই বাড়িতে গেলে তারা আমাকেসহ পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দেয়া হয় এবং ওই বাড়িতে না যেতে পারলে বিপুল টাকার ক্ষয়ক্ষতি হবে। এ বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানানো হয়েছে। এতে কোনো সমাধান না পেয়ে অবশেষে ২ জুন পুলিশ সুপার বরাবর অজ্ঞাত ৫০ থেকে ৬০ বিবাদীর বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে। এ বিষয়ে কামারখন্দ থানার ওসি রেজাউল ইসলাম বলেন, এ বাড়ির জমিজমার বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। এ নিয়ে আদালতে মামলাও রয়েছে। এ বাড়ি দখলের বিষয়টি এখনও জানা নেই। তবে অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত