ঢাকা ১১ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ | বেটা ভার্সন

নতুন উপজেলা চেয়ারম্যানের উদ্যোগ

চৌহালীতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

চৌহালীতে ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত

সিরাজগঞ্জের চৌহালীতে গতকাল ঐতিহাসিক ছয় দফা দিবস পালিত হয়েছে। এ দিবস উপলক্ষ্যে শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. তাজ উদ্দিনের উদ্যোগে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, বাবুল আক্তার, ইউপি চেয়ারম্যান মো. আবু ছাইদ বিদ্যুৎ, জেলা পরিষদের সদস্য মাসুদ রানা, আব্দুল মতিন, আক্তারুজ্জামান মন্টু, হেলাল উদ্দিন বিএসসি, মোল্লা রবিউল ইসলাম, রাজিব সরকার, ছাত্রলীগ নেতা আ: রহিম রেজা ও প্রকৗশলী আবু বকর সিদ্দিক প্রমুখ। বক্তারা বলেন, ১৯৬৬ সালের ৫-৬ ফেব্রুয়ারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের লাহোরে বিরোধী দলের একটি সম্মেলনে আঞ্চলিক স্বায়ত্তশাসনের জন্য তার ঐতিহাসিক ছয় দফা দাবি পেশ করেন। ছয় দফা কর্মসূচি বাঙালির ‘মুক্তির সনদ’ হিসেবে ব্যাপকভাবে স্বীকৃত। ছয় দফা আন্দোলন ছিল পাকিস্তানি ঔপনিবেশিক আধিপত্য থেকে মুক্তির জন্য সংগ্রামের একটি টার্নিং পয়েন্ট। তৎকালীন পশ্চিম পাকিস্তাানের নেতারা বুঝতে পেরেছিলেন যে, তারা যদি ছয় দফা দাবি মেনে নেন, তাহলে পূর্ব পাকিস্তান আর তাদের সঙ্গে থাকবে না। আর এ জন্যই ১৯৭১ সালে এ দেশে মহান মুক্তিযুদ্ধ হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত